ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের দ্বিতীয় তলায় হাইডিপেনডেন্সি ইউনিটের (এইচডিইউ) ২৬ নম্বর বেডে নাকে নল লাগানো ১১ বছরের সেলিম। হাসপাতালের রেজিস্টার খাতায় যার নাম লেখা – শাহীন। গেল ১৬ ডিসেম্বর বেলা ৩টার দিকে ফকিরাপুল এলাকায় এক রিক্সা চালকের দেওয়া আগুনে দগ্ধ হয় সে।
এইচডিইউ এর একজন সিনিয়র স্টাফ নার্স বলেন, দ্বিতীয়তলায় আসার পর থেকে শিশুটির কোন স্বজন পাইনি। খাওয়া থেকে শুরু করে সব কাজ সেবিকারাই করছে। ওষুধ খাওয়াচ্ছে, সুপ কিনে খাওয়াচ্ছে। এমনকি চিকিৎসকরাও ওর সব কিছু দেখশুনা করছে। যে ওষুধ হাসপাতালে নেই সেটা চিকিৎসকরা বাইরে থেকে কিনে আনছেন।