কিন্তু প্রণয়ী
টেলিফোনে ম্যারাথন বকবক্,
কূট ল্যাপটপের ছোট্ট বোতামে হাঁটাহাঁটি –
শিখেছি ভেল্কী, লিখেছি কতকথা
সহ্য শক্তির পরীক্ষা একরোখা…
কিন্তু প্রণয়ী
আমার বহুমূল্য রক্ত তোমাকে মিস্’ করে …
মহাসাগর ভেসে যায়
উচ্ছসিত ঢেউয়ে ঢেউয়ে,
বিলাসিতার ক্রুজ হয়ে
অস্থির সমুদ্রের মাঝখানে
বিকট চেষ্টার তরঙ্গে ডুবি ভাসি…
কিন্তু প্রণয়ী
স্ফটিকের আরক্তিম রঙে নিঃশব্দ সঙ্গতা
সবচ্ছতায় মনের মাঝে বরণ করি সামর্থ্য,
সাহায্য করে প্রসবনের দ্রাক্ষা রস –
পেরে উঠার পর্বত শৃঙ্গে উঠে
হাঁফ ছেঁড়ে বাঁচি …
কিন্তু প্রণয়ী
মস্তিস্কের চাওয়া পাওয়ায় গ্রাফিক্স আঁকিবুঁকি,
বুনো মমতায়
তৃষিত আত্মায় তোমাকে আবৃত্তি করি,
রাত বিরাতে সকাল সন্ধ্যায় ইনবক্সে উড়োউড়ি-
কিন্তু আকাশ কেনার সামর্থ্য আমার নেই …..