নিরীক্ষা
অন্ধকার সামনে এলে
মোমবাতিতে পদচিহ্ন দেখে চলি
গলে গলে মোম পড়ে করতলে
পোড়ে আর পোড়ায়
তবুও চোখ খোলা রেখে
নতুন বিশ্বকে বিস্ময়ে দেখি
ভুলতে শিখেছি অপাংক্তেয় অতীত
বর্তমানের ফুল কুড়াই
মুকুলিত কিছু কিছু সু সমঞ্জস্য খুঁজে
বেদিতে দেবো তাই
নিদারুণ এক কষ্ট
নিশিদিন চেপে যাই
সব বেদির পাশে গিয়ে দাড়াঁলে
দেখতে পাই
সব বেদি ই – তবে পূত পবিত্র নয় …