উন্মুখ চোখ
এ মুহূর্তে যে দুটো চোখ দেখতে চেয়েছিলাম –
সেই চোখেরা বিগত সুমেরীয় নথিভুক্ত ইতিহাস দেখেনি,
দেখেনি- উর্বর চন্দ্রকলায় কৃষি বিপ্লব…
মরহুম সময়ের শিল্প বিপ্লব থেকে
তাবৎ সমসাময়িক ইতিহাস
জানার বৈদেশিক প্রয়োজন নেই তার,
ঔপনিবেশিকতা বিজড়িত বিশ্বায়ন
সে চোখে দেখার ইচ্ছে না থাকুক,
না থাকুক জ্ঞান, প্রযুক্তির প্রতাপ দেখার অক্ষিপট-
না হোক ব্যবসা-বাণিজ্য, নাশকতার অস্ত্রশস্ত্রের জ্ঞানগম্যি ,
পরিবেশের অবক্ষয় বৃদ্ধির হারের সূচক দেখাতে হোক উৎসুক,
মানুষের জীবনধারা পরিবর্তন বিবর্তন সেও দেখলে দেখুক…
দূর আপাত নিঃসীমে –
হয়ত দূরের আরও কোন দূরে চেয়ে থাকুক,
উন্মুখ সে দৃষ্টিতে জেগে থাক কোন রাতজাগা নাবিকের মুখ ……